আজ সূর্য উদিত হোক- সেই বিজয় নিয়ে
পৃথিবীর সৃষ্টির পর থেকেই দিনের পর রাত, রাতের পর দিন এই নিয়ম চলছে, চলবে। নদীর স্রোতের মত বয়ে যাওয়া দিনগুলো থেকে ৭টি দিনকে নির্ধারণ করা হলো, আবার এই ৭দিনকে একত্রে নামকরণ করা হলো সপ্তাহ। এমনিভাবে হলো পক্ষ, মাস, বছর, যুগ, শতাব্দী।ঘুরে ফিরে যেমনি আসছে দিন, সপ্তাহ, পক্ষ, মাস, বছর, যুগ শতাব্দী তেমনি আসছে একেকটা দিনের, একেকটা মাসের, বছরের, যুগের শতাব্দীর ইতিহাস। ইতিহাস তো ঘটে যাওয়া ঘটনা মাত্র। হতে পারে সুখ কিংবা দুঃখ, হাসি কিংবা কান্না।এতে লুকিয়ে থাকে আনন্দ,